
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জঙ্গি হামলার জেরে রক্তাক্ত হয়েছে কাশ্মীর। এই ঘটনার জেরে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের হামলার জেরে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন। আহতের সংখ্যা আরও অনেক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই তাঁর সৌদি আরব সফরে কাঁটছাঁট করেছেন। তিনি দ্রুত দিল্লিতে ফিরে এবিষয়ে একটি রিভিউ বৈঠক করবেন বলে খবর মিলেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত জঙ্গিদের রেয়াত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবারের জঙ্গি হামলার পর কাশ্মীর ছাড়ার জন্য পর্যটকদের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। তারা সকলেই ভূস্বর্গ থেকে ঘরে ফিরতে মরিয়া। ফলে এবার তাদের পাশে এসে দাঁড়াল এয়ার ইন্ডিয়া। মঙ্গলবারই এবিষয়ে বৈঠক করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তারপরই তারা কাশ্মীর থেকে দুটি করে অতিরিক্ত বিমান চালানোর কথা ঘোষণা করেছেন। এই দুটি বিমান দল্লি এবং মুম্বইতে যাবে।
এছাড়া আরও একটি বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া। তারা শ্রীনগর থেকে দিল্লি আসার ভাড়া অনেকটাই কাটছাঁট করেছে। যেখানে শ্রীনগর থেকে দিল্লি আসতে বিমানের ভাড়া লাগত ২০ হাজার টাকা। সেটা একধাক্কায় তারা ১৫ হাজারে নামিয়ে দিয়েছে।
এয়ার ইন্ডিয়ার পাশাপাশি অন্য বেসরকারি বিমান পরিষেবাগুলিও তাদের ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। যাতে এই সময় শ্রীনগর থেকে ফেরা যাত্রীরা দ্রুত টিকিট পেয়ে যান সেদিকেও নজর রাখা হয়েছে। বিমানবন্দরে আসা যাত্রীরা যাতে সমস্ত ধরণের সুবিধা পান সেদিকেও নজর রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
চলতি বছরের গরমে শ্রীনগরে সবথেকে বেশি পর্যটকরা এসেছেন। প্রতিদিন প্রায় ৫০-টির বেশি বিমান শ্রীনগরে চলাচল করেছে। ইন্ডিগো সপ্তাহে ১৫৬ টি বিমান চালিয়েছে, এয়ার ইন্ডিয়া চালিয়েছে সপ্তাহে ১১৬ টি বিমান, স্পাইসজেট চালিয়েছে সপ্তাহে ৬২ টি বিমান। আকাসা চালিয়েছে সপ্তাহে ১৩ টি করে বিমান। তবে এবার যাতে শ্রীনগরের পর্যটকরা অতি দ্রুত নিজেদের ঘরে ফিরতে পারেন সেদিকে জোর দিয়েছে প্রতিটি বিমান কর্তৃপক্ষ।
'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে
বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ
বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন
বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের
'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!
মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?
পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?
মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!